আজ সঙ্গীত জগতের 'আগুনপাখি' নচিকেতা চক্রবর্তীর জন্মদিন। জেনে নেওয়া যাক এই কিংবদন্তির অজানা দিকগুলি।



সদ্য গানের জগতে ৩০ বছর পার করেছেন নচিকেতা। একদিন পেরিয়েও এতটুকু কমেনি তাঁর জনপ্রিয়তা।



এখনও পর্যন্ত কোনও স্মার্টফোন ব্যবহার করেন না নচিকেতা। তাঁর একটি পুরনো কিপ্যাডের ফোন রয়েছে।



নিজের সঙ্গে কোনও মানিব্যাগ রাখেন না নচিকেতা, তাঁর নাকি প্রয়োজন হয় না।



নিছক ঘরোয়া জীবন যাপন পছন্দ কিংবদন্তি এই শিল্পীর, খেতে ভালবাসেন আলুপোস্ত-বিউলির ডাল।



নচিকেতার গানের প্রথম শিক্ষিকা ছিলেন তাঁর মা। সঙ্গীতশিল্পীর ভিটে রয়েছে বাংলাদেশে।



নচিকেতার প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল ৩০ বছর আগে, অগাস্ট মাসেই। নাম ছিল, 'এই বেশ ভাল আছি'



ক্লাস সেভেনে প্রথম প্রেমে পড়েন নচিকেতা। দীর্ঘ সম্পর্কের পরে, বিয়ে করেন সেই প্রেমিকাকেই। তাঁদের এক কন্যাও রয়েছে, নাম ধানসিঁড়ি।



তাঁকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন জল্পনা তৈরি হলেও কখনও রাজনৈতিক কোনও পদে দেখা যায়নি নচিকেতাকে।



একসময় চূড়ান্ত দারিদ্রের মধ্যে দিয়ে জীবন কেটেছে নচিকেতার। তবে এখন নিজের প্রতিভাতেই তিনি চূড়ান্ত জনপ্রিয়