ইন্দ্রাশীষ আচার্য্যের নতুন ছবির মুখ্যভূমিকায় এবার ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার বিপরীতে এই প্রথম দেখা যাবে দুঁদে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। ঋত্বিক ও ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নবাগত শ্রেয়া সিংহ 'নীহারিকা'-র পরে, 'গাজনের ধুলোবালি' নিয়ে আসছেন পরিচালক ইন্দ্রাশীষ। এই ছবিতে একজন খ্যাতনামা সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে ঋত্বিকের স্ত্রী অমৃতার ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা, তিনি একজন হোমমেকার। একটি কাজে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান অরিন্দম। সারা রাত পরেও যখন সে বাড়ি ফেরেন না, তখন থানায় অভিযোগ করতে যান স্ত্রী অমৃতা সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অরিন্দমের সঙ্গে কাজ করতে শ্রীতমা। এই চরিত্রে দেখা যাবে নবাগতা শ্রেয়াকে শ্রীতমা অমৃতাকে নিয়ে আসে সেই গ্রামে, যেখানে কাজ করতেন অরিন্দম। ধীরে ধীরে উন্মোচিত হয় সেই এলাকার চমকপ্রদ সব সত্যি এই ঘটনা নিয়েই ইন্দ্রাশীষের নতুন ছবি। সিনেমাটির নাম, 'গাজনের ধুলোবালি'।