ত্বকে একজিমার সমস্যায় রোজমেরি উপকারি। এর তেল ব্যবহার সুরাহা মিলবে রোজমেরী খেলে বদহজম, অতিরিক্ত গ্যাসের সমস্যা দূর হয় বার্ধক্য জনিত স্মৃতিশক্তি লোপ বা ডিমেনশিয়া প্রতিরোধ করে রোজমেরি বাতের ব্যথায় রোজমেরী তেলের মালিশ উপকার মেলে রোজমেরীর গন্ধ স্মৃতি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দাঁতের ব্যথায়, মাথা ব্যথায়, উচ্চরক্তচাপে, গ্যাস্ট্রিক ব্যথায় রোজমেরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যান্সার কোষের গঠন এবং বিস্তার হ্রাস করার ক্ষমতাও কমায় এই রোজমেরি এটি অ্যান্টি-এইজিংয়ের জন্য বিশেষভাবে কাজ করে পেটের বিভিন্ন সমস্যা ও হজমের জন্যও রোজমেরি উপকারী রোজমেরি অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ যা প্রদাহ কমাতে সাহায্য করে