Image Source: pixabay
সৌন্দর্যের সঙ্গে সম্পর্ক হয়েছে দাঁতের। দাঁত সুন্দর থাকলে, তার সরাসরি প্রভাব পড়ে সৌন্দর্যের।
Image Source: pixabay
স্বাস্থ্য ভাল রাখতেও দাঁতের দিকে নজর দেওয়া প্রয়োজন।
Image Source: pixabay
বিশেষজ্ঞরা বলে থাকেন, দিনে দুইবেলা করে দাঁত ব্রাশ করা উচিত।
Image Source: pixabay
দাঁত মাজার জন্য টুথপেস্টের দিকে আমরা খেয়াল রাখি। কিন্তু ব্রাশের দিকে কি ততটা খেয়াল রাখি?
Image Source: pixabay
দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে বাছ-বিচার করতে হবে টুথব্রাশ নিয়েও।
Image Source: pixabay
নরম টুথব্রাশ ব্যবহার করা উচিত। যাতে মাড়িতে চট করে আঘাত না লাগে।
Image Source: pixabay
শিশুদের ও বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে নরম ব্রিসলের টুথব্রাশ বেছে নিতে হবে।
Image Source: pixabay
বিভিন্ন ধরনের টুথব্রাশ রয়েছে। আঁকাবাঁকা বা ক্রিসক্রস ব্রিসল থাকলে, সেই ব্রাশ বেশি কাজে দেয়।
Image Source: pixabay
খুব বেশিদিন এক ব্রাশ ব্যবহার করা উচিত নয়। কিছুদিন অন্তর অন্তর বদলে ফেলুন ব্রাশ।
Image Source: pixabay
ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।
সমস্ত দেখুন
আজ কী আছে ভাগ্যে ?
নাক ডাকার বদ অভ্যাস থেকে মুক্তির উপায়
কণিকা কপূরের 'স্বপ্নের বিয়ে'
আমলকির বহুগুণ