ঢাকে কাঠি পড়ল বলে, বিভিন্ন মণ্ডপে প্রস্তুতি তুঙ্গে
১০১ বছরে পদার্পণ টালা বারোয়ারির পুজোর
এবারের থিমের নাম 'আঁচল'
শিল্পীর নাম সঞ্জীব সাহা
স্নেহ, মায়া, মমতা, শাসনে প্রত্যেক মা তাঁর সন্তানকে আগলে রাখেন
মণ্ডপের মায়ের 'আঁচল' তারই প্রতীক
মণ্ডপের বাইরে প্রচুর অবিন্যস্ত বাঁশের ইনস্টলেশন
মণ্ডপের ওপর থেকে নামবে মায়ের আঁচল
গোটা মণ্ডপটিকেই ঘিরে থাকবে সেই আঁচল
ছবি ও তথ্য: সঞ্চয়ন মিত্র