অধীর চৌধুরী বলেন,'সমালোচনা সহ্য করতে পারেন না মুখ্যমন্ত্রী ।'
অধীর চৌধুরী বলেন,' কৌস্তভের পাশে আছি। '
গ্রেফতারির আগে কৌস্তভ বলেন, ' চুপ থাকব না'
'মুখ্যমন্ত্রী কৌস্তচ বাগচীকে ভয় পেয়েছেন', বলেন তিনি।
কৌস্তভ বাগচী বলেন, ' কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে।'
পাশে আছি, জেল থেকে বেরিয়েই বললেন নৌশাদ সিদ্দিকি।
অধীর চৌধুরী বলেন,' পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস '
কেন মাঝরাতে বাড়িতে ঢুকল পুলিশ ? সওয়াল বিকাশরঞ্জনের।
মমতাকে নিয়ে লেখা বই ছড়ানোর ইস্যুতেই শুরু হয় বিতর্ক।
কৌস্তভকে গ্রেফতারি নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুরও।