সাদা শাড়ির সঙ্গে ভারি গয়না, গণেশ চতুর্থীতে নজরকাড়া সাজে অঙ্কিতা লোখন্ডে। সোশ্যাল মিডিয়ায় গণেশ চতুর্থীর সাজের ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কিতা। সেই ছবিতে অভিনেত্রীকে দেখা গেল স্বমহিমায়। সদ্য শেয়ার করে নেওয়া অঙ্কিতার কিছু ছবি দেখে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছিল, হঠাৎই যেন চেহারা খারাপ হয়েছে অঙ্কিতার। চোখের তলায় কালি, ফ্যাকাশে অঙ্কিতাকে দেখে চিন্তিত হয়েছিলেন অনেকেই, কার্যত চেনাই যাচ্ছিল না নায়িকাকে। কিন্তু গণেশ চতুর্থীতে সমস্ত মলিনতা কাটিয়ে ফের স্বমহিমায় অঙ্কিতা। সাদা শাড়ি আর আলগা বাঁধা চুলেই ঘুম কাড়ছেন দর্শকদের। সিঁথিতে সিঁদুর, অঙ্কিতার গলায় ছিল ভারি জড়োয়া হার। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে কিছু ছবি শেয়ার করে নিয়েছিলেন অঙ্কিতা, সেটা ছিল পাশ্চাত্য সাজ। কোঁকড়ানো বাদামী খোলা চুলের হিল্লোল, অঙ্কিতার কানে শোভা পাচ্ছিল হিরের গয়না। সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতাকে এই সব ছবিতেও দেখা গিয়েছিল পুরনো উচ্ছলতায়। আপাতত ছোটপর্দার ধারাবাহিক নিয়েই ব্যস্ত অঙ্কিতা