করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল

গরির পরিবারের শিশুগুলোর কাছে নেই অনলাইন পড়াশোনার সুবিধা

স্কুল ছাড়া পড়াশোনার আর কোনও জায়গা নেই

প্রাইভেট টিউশনেরও আর্থিক সামর্থ্য নেই

করোনাকালে পড়াশোনা কীভাবে করবে তারা?

যতদিন না খুলছে স্কুল

এভাবেই খোলা আকাশের মাঝেরহাটের মধু বস্তির নিচে চলবে পুলিশের স্কুল

গত ১১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই ক্লাসরুম

৩০ জন কচিকাঁচাকে নিয়ে স্কুল চালাচ্ছেন সাউথ-ওয়েস্ট ট্রাফিক পুলিশকর্মীরা

পুলিশকাকুদের শিক্ষক হিসেবে পেয়ে খুশি শিশুরাও

শিশুরা যাতে রোজ পড়তে আসে তার জন্য

কোনওদিন লজেন্স, কোনওদিন চকোলেট দিচ্ছেন নতুন শিক্ষকরা

সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের ভূমিকায় খুশি ডিসি ট্রাফিক অরিজিত সিনহা

লকডাউনে কমিউনিটি পুলিশিং করতে গিয়ে দেখেন শিশুদের পড়াশোনার কত ক্ষতি হচ্ছে

রোদ-ঝড়-বৃষ্টিতে রয়েছে নিজেদের ডিউটি

ট্রাফিক পুলিশের শিক্ষক হয়ে ওঠার মূল লক্ষ্য একটাই

স্কুল বন্ধে যেন গরিব শিশুদের পড়াশোনার ক্ষতি না হয়