গরির পরিবারের শিশুগুলোর কাছে নেই অনলাইন পড়াশোনার সুবিধা
প্রাইভেট টিউশনেরও আর্থিক সামর্থ্য নেই
এভাবেই খোলা আকাশের মাঝেরহাটের মধু বস্তির নিচে চলবে পুলিশের স্কুল
৩০ জন কচিকাঁচাকে নিয়ে স্কুল চালাচ্ছেন সাউথ-ওয়েস্ট ট্রাফিক পুলিশকর্মীরা
কোনওদিন লজেন্স, কোনওদিন চকোলেট দিচ্ছেন নতুন শিক্ষকরা
লকডাউনে কমিউনিটি পুলিশিং করতে গিয়ে দেখেন শিশুদের পড়াশোনার কত ক্ষতি হচ্ছে
স্কুল বন্ধে যেন গরিব শিশুদের পড়াশোনার ক্ষতি না হয়