বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নতুন ছবি খুব অল্প সময়েই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনের জন্য কপিল শর্মার শোয়ে এসেছিলেন কৃতী শ্যানন কপিল শর্মার শোয়ে সাদা রঙের একটি থাই হাই স্লিট পোশাক পরে আসেন কৃতী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী নেট দুনিয়ায় ঝড় উঠেছে কৃতীর এই সাজে সাদা থাই-হাই স্লিট পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি পরেছিলেন কৃতী 'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে