বলুন দেখি, কে ইনি? কোনও ফিল্মের শুটিং নয় কিন্তু। 'থোরি সি তু লিফট করা দে'-র সেই ভঙ্গিমা...চিনতে পারছেন? মেদ ঝরিয়ে একদম নতুন অবতারে আদনান সামি। হালেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন গায়ক। সেখান থেকেই একের পর এক ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী-কন্যাকে নিয়ে দুরন্ত সময় কাটিয়েছেন আদনান, স্পষ্ট ছবিতে। তবে সবচেয়ে মন কেড়েছে তাঁর নতুন অবতার। ভোলবদলের রহস্যটা কী, জিজ্ঞাস্য বহু ভক্তের। নিজস্ব ভঙ্গিমায় ছবিতেই সব কিছুর উত্তর দিয়েছেন নাকি আদনান?