১৯৭৪ সালের ৯ জানুয়ারি জন্ম নেন ফারহান আখতার। আজ তিনি ৪৯-এ পা দিলেন।

ফারহান আখতার একাধারে চিত্র পরিচালক, লেখক, গায়ক ও অভিনেতাও বটে।

সিনেদুনিয়ায় পা রাখেন মাত্র ১৭ বছর বয়সে। যশ চোপড়ার 'লমহে'র ডিস্ট্রিবিউশন এবং পরিচালনায় একজন শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন।

১৯৯৭ সালে পঙ্কজ পরাশরের 'হিমালয় পুত্র' ছবিতেও তিনি সহকারী ছিলেন।

২০০১ সালে তিনি প্রথম ছবি 'দিল চাহতা হ্যায়' পরিচালনা করেন।

এরপর ২০০৪ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত 'লক্ষ্য'। মুখ্য চরিত্রে ছিলেন হৃত্বিক রোশন।

২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে তৈরি করেন 'ডন'। ছবির পরিচালনা, লেখা ও প্রযোজক ছিলেন ফারহান।

২০০৮ সালে 'রক অন' ছবির হাত ধরে তিনি পা রাখেন অভিনয় জগতেও।

২০১৫ সালে 'দিল ধড়কনে দো'র মতো বক্সঅফিস হিট ছবিতে অভিনয় করেছেন।

২০২২ সালে হলিউডে ডেবিউ করেন ফারহান আখতার। 'মিস মার্ভেল' ছবিতে ওয়ালিদের চরিত্রে দেখা যায় তাঁকে।