দেখতে দেখতে বছর ঘুরেছে। এক বছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শ্রদ্ধাজ্ঞাপনে। অনুরাগী থেকে তারকা, সকলেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

দীর্ঘ অসুস্থতার পর লড়াইয়ে হার মানেন তিনি। চিকিৎসার ভাষায় 'মাল্টি অরগ্যান ফেলিওর' হয় তাঁর। শোকের ছায়া নামে শিল্প দুনিয়ায়।

৮ দশক দীর্ঘ কর্মজীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ৫ হাজারেরও বেশি গানে। একটা বা দুটো নয়, ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা জি।

মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, দেশের বিভিন্ন প্রজন্মের নায়িকাদের ঠোঁটে গান গেয়েছেন তিনি।

১৯৮৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর।

সঙ্গীতের দুনিয়ায় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০১ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন'-এ ভূষিত করে।

শুধু দেশেই নয়, ২০০৭ সালে ফ্রান্সও তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান 'অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার' দিয়ে সম্মানিত করেন।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ইনদওরে থিয়েটার শিল্পী ও সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তীর কোল আলো করে জন্ম নেন লতা।

মদন মোহন, রাহুল দেব বর্মন, লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের মতো তাবড় সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর।