আজ জন্মদিন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বলিউডে অভিনয় কেরিয়ার শুরুর আগে নাকি এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতেন

'রিফিউজি' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন। বিপরীতে দেখা যায় করিনা কপূরকে

অনেকেই হয়তো জানেন না। প্রিয়ঙ্কা চোপড়ার ডাক নাম 'পিগি চপস' দিয়েছিলেন অভিষেক বচ্চনই

ছোটবেলায় ডিসলেক্সিয়া অসুখে ভুগতেন অভিষেক বচ্চন

অমিতাভ বচ্চনের 'ডন' ছবির 'খাইকে পান বানারসওয়ালা' গানটির নাচ আসলে অভিষেক বচ্চনের জন্যই তৈরি হয়

শোনা যায়, মেয়ে আরাধ্যার সঙ্গেই কান বিঁধিয়েছিলেন অভিষেক বচ্চনও। মেয়ের কষ্ট অনুভব করার জন্যই তিনি এমন করেন

তারকা হিসেবে সবথেকে বেশিবার সাধারণ মানুষের সামনে আসার জন্য ২০০৯ সালে 'দিল্লি সিক্স' ছবিতে অভিনয়ের সময় গিনেস রেকর্ড গড়েন

পর্দায় শুধু অভিনয়ই নয়, গানও গেয়েছেন অভিষেক বচ্চন। 'ব্লাফমাস্টার' ছবিতে 'রাইট হিয়ার রাইট নাও' গানটি গান তিনি

'কভি খুশি কভি গম' ছবিতেই ক্যামিও চরিত্রের জন্য শ্যুটিং করেন অভিষেক বচ্চন। পরে অভিষেক কর্ণকে অনুরোধ করেন যে, তাঁর অংশটি ছবি থেকে বাদ দেওয়ার জন্য

Thanks for Reading. UP NEXT

বিমানবন্দরে ক্যামেরাবন্দি কিয়ারা-মণীশ

View next story