গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷

গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷

শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷

শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷

ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷

ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷

পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷

পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷

যে ঘরে আলো জলে সেখানেই মা লক্ষ্মী পা রাখেন বলেই বিশ্বাস।

যে ঘরে আলো জলে সেখানেই মা লক্ষ্মী পা রাখেন বলেই বিশ্বাস।

যাঁরা আজ পুজো করছেন, তাঁরা খেয়াল রাখুন আতপ চাল অবশ্যই কিনবেন।

যাঁরা আজ পুজো করছেন, তাঁরা খেয়াল রাখুন আতপ চাল অবশ্যই কিনবেন।

মা লক্ষ্মীর ঘটের সামনে কড়ি রেখে পুজো করবেন।

মা লক্ষ্মীর ঘটের সামনে কড়ি রেখে পুজো করবেন।

দোরে দোরে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেবেন অবশ্যই।

দোরে দোরে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেবেন অবশ্যই।