হিন্দু ধর্মে নারকেলের বিশেষ গুরুত্ব বলা হয়েছে লক্ষ্মী এবং ভগবান গণেশের কাছে নারকেল খুবই প্রিয় বাড়িতে সবসময় অর্থের অভাব থাকে সেক্ষেত্রে এই প্রতিকার করলে কাজ হতে পারে নারকেলটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে রাখুন নারকেলের উপর কালো টিকা লাগিয়ে দিন বাড়ির প্রতিটি কোণে নিয়ে যেতে হবে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে পরিবার সুখী হবে এই প্রতিকার করলে