রোজ আপেল খেলে নাকি

রোজ আপেল খেলে নাকি যেতে হয় না ডাক্তারের কাছে?

ABP Ananda
কিন্তু আপেলের দানায় ঘোর বিপদ

কিন্তু আপেলের দানায় ঘোর বিপদ বলেও কথিত রয়েছে জনমানসে

ABP Ananda
আপেলের দানা পেটে গেলে

আপেলের দানা পেটে গেলে তাই আঁতকে উঠি আমরা

ABP Ananda
কিন্তু আপেলের দানা নিয়ে

কিন্তু আপেলের দানা নিয়ে কী বলছে বিজ্ঞান?

ABP Ananda

আপেলের বীজে অ্যামিগডালিন নামক এক ধরনের সায়ানোজেনিক গ্লাইকোসাইট উপাদান থাকে

ABP Ananda

এই উপাদান আসলে সায়ানাইড এবং সুগারের মিশ্রণ

ABP Ananda

নাশপাতি, চেরির দানাতেও পাওয়া যায় এই উপাদান, যা প্রাণনাশক হতে পারে

ABP Ananda

তবে গোটা পেটে গেলে বা একটি-দু'টি দানা চিবোলে ক্ষতি নেই

ABP Ananda

১৫০ থেকে কয়েক হাজার আপেলের দানা পেটে গেলেই বিপদ

ABP Ananda

স্বল্প পরিমাণ হাইউড্রোজেন সায়ানাইড হজম করতে পারে মানুষের শরীর

ABP Ananda