আজ জন্মদিন রকুলপ্রীত সিংহের ৩০ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী অভিনয় শুরু করেছেন খুব কম বয়সেই মাত্র ১৮ বছর বয়স থেকে অভিনয় এবং মডেলিং করছেন হিন্দির পাশাপাশি তালিম, তেলুগু ও কন্নড় ছবিতেও দেখা যায় অভিনয় জীবনে আত্মপ্রকাশ কন্নড় ছবি দিয়ে 'ইয়ারিয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ বক্স অফিসেও সাফল্য পায় ছবিটি খেলাধুলোতেও তুখোড় রকুলপ্রীত সিংহ জাতীয় স্তরে গল্ফ খেলেছেন ক্যারাটেতে পেয়েছেন ব্লু বেল্ট পছন্দ করেন টেনিস এবং হর্স রাইডিং একাধিক বিউটি প্যাজেন্ট জিতেছেন খুব অল্প বয়স থেকেই মডেলিং করেন তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে তেলেঙ্গানা সরকার 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পের জন্য পাঞ্জাবী পরিবারে জন্ম রকুলপ্রীত সিংহের অভিনেত্রীর বাবা একজন আর্মি অফিসার বলিউডে আসছেন তাঁর ভাই আমনপ্রীতও 'রাম রাজ্য' ছবি দিয়ে ডেবিউ করতে চলেছেন