১৯৩২ সালে ২৬ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশে জন্ম।

দেশভাগের পর মনমোহনের যখন ১৪ বছর বয়স তখন ভারতে চলে আসেন।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি স্কুল অফ ইকনমিক্স ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশের চিফ ইকনমিকাল অ্যাডভাইসার ছিলেন মনমোহন সিংহ।

১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সামলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদ।

১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ছিলেন দেশের প্ল্যানিং কমিশনের শীর্ষে।

১৯৮৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ পুরস্কার পান।

১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দু-দফায় দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।