নিজের আর্থিক সুরক্ষার পাশাপাশি সংসারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিনিয়োগ করতে পারেন LIC-র এই স্কিমে।

এই পলিসি অনুযায়ী, দিনে ২০০টাকা করে দিয়ে মেয়াদ শেষে ২৮ লক্ষ টাকা পাবেন গ্রাহক।

জীবন বিমা কর্পোরেশনের এই প্ল্যান অনুযায়ী, সময়ে-সময়ে প্রিমিয়াম দিতে হবে পলিসি হোল্ডারকে।

কোনও কারণে আমানতকারীর মৃত্যু হলে 'ডেথ বেনিফিট' বা 'লাইফ কভারেজ' পাবে পরিবার।

প্রতি ৫ বছর অন্তর বৃদ্ধি পাবে এই লাইফ কভারেজের টাকা।

এই স্কিম অনুযায়ী কোনও পলিসি হোল্ডারকে ২৮ লক্ষ টাকা পেতে মাসে ৬০০০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে।

যার অর্থ দাঁড়ালো দিনে ওই ব্যক্তিকে ২০০ টাকা করে দিতে হবে। তবেই লক্ষ্যপূরণ করতে পারবেন তিনি।

১২ বছর থেকেই এই পলিসিতে টাকা জমানো যায়। তবে ৪৫ ঊর্ধ্ব কোনও ব্যক্তি এই স্কিমে টাকা রাখতে পারবেন না।

এই পলিসির সব ধরনের সুবিধা লাভ করতে অন্তত ১২ বছর প্রিমিয়াম জমা দিতে হবে আমানতকারীকে। ২০ বছর পর্যন্ত এই স্কিমে টাকা জমানো যায়।