স্বপ্নের মতো বিয়ে, অফ হোয়াইট পোশাকে নবদম্পতির উপচে পড়া ঔজ্জ্বল্য.. ঠিক যেন রুপকথা বাবা ঋষি কপূরের ছবি হাতে আলিয়ার বাড়িতে হাজির হলেন রণবীর কপূর। সেই রুপকথার বিয়ে নিয়ে বারে বারে আবেগে ডুবছেন, ভাসছেন স্বয়ং বিয়ের কনে। আলিয়া ভট্ট আলিয়া লিখছেন, 'মেহেন্দির অনুষ্ঠান ছিল স্বপ্ন সত্যি হওয়ার মত' আলিয়া লিখেছেন, 'একটা দিন যেটা পরিবার, প্রিয়জন আর প্রিয় বন্ধু আবৃত। আর হ্যাঁ, অনেক ফ্রেঞ্চ ফ্রাইজ' আলিয়া লিখছেন, 'মিস্টার কপূর একটা দারুণ চমক পরিকল্পনা করিয়েছিলেন আমার জন্য। যেখানে আমার ছবির গানে আমার প্রিয় শিল্পীরা পারফর্ম করল' বিয়ে ঘিরে আলিয়ার আবেগ, ভালোবাসা বারে বারে জায়গা খুঁজেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে বিয়ের ছবি শেয়ার করেও আবেগপ্রবণ হয়েছিলেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, কী করে ৫ বছরের প্রেম পরিণতি পেল সাতপাকে।