এলআইসি পলিসি (LIC Policy)নেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলগুলি করে ফেলি আমরা। পরবর্তীকালে যার মাশুল গুণতে হয় পরিবারকে।

মনে রাখবেন, পলিসি নেওয়ার সময় সঠিকভাবে নমিনি না করলে অঘটনের ক্ষেত্রে টাকা থেকে বঞ্চিত হবে পরিবার।

বেশিরভাগ ক্ষেত্রে পলিসি হোল্ডার নমিনির জায়গায় স্ত্রীর নাম রাখেন। এতে আপনার অবর্তমানে পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয়।

আপনি যদি আপনার টাকা দু'জনের মধ্যে ভাগ করতে চান সেই ক্ষেত্রেও আছে উপায়।আপনি চাইলেই স্ত্রী ও সন্তান বা স্ত্রী ও ভাই বা মায়ের মধ্যে নমিনির টাকা ভাগ করে দিতে পারেন।

সেক্ষেত্রে আপনি একাধিক পলিসি কিনতে পারেন ও দুটি পলিসির জন্য আলাদা নমিনি তৈরি করতে পারেন।

আপনি চাইলে একাধিক ব্যক্তির মধ্যে নমিনির টাকা নির্দিষ্ট হারে ভাগ করে দিতে পারেন। এর জন্য পলিসি কেনার সময় বিমা কোম্পানির কাছ থেকে লিখিত গ্যারান্টি নিতে পারবেন

শুধু তাই নয়, প্রয়োজনে সময়ে-সময়ে নমিনি পরিবর্তন করতে পারবেন আপনি। সেই সুবিধাও দেয় LIC ।

অনেক ক্ষেত্রে নমিনি মারা গেলে বা চাকরি পেলে বা অন্য সদস্যের আরও অর্থের প্রয়োজন হলে মনোনীত ব্যক্তির নামও বদল করা যেতে পারে।

শুধু তাই নয়, বিয়ে বা বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও নমিনি পরিবর্তন হতে পারে।

একাধিক মনোনীত প্রার্থী থাকলে প্রত্যেকের ভাগ নির্দিষ্ট করে লিখে দিন।