একটি পাত্রে পরিস্রুত জল নিয়ে তাতে ভিজিয়ে রাখতে হয় আমন্ড।
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
September 5, 2024
সারা রাত ভিজিয়ে রেখে সকালে খাওয়া যায় আমন্ড
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিজিয়ে রাখলে বেশ কিছু পুষ্টিগুণ সহজে পাওয়া যায়। দেহে পুষ্টি শোষণও দ্রুত হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিজিয়ে রাখলে আমন্ড নরম হয়ে যায়। এমন অবস্থায় ভেজানো বাদাম সহজেই হজম করা যায়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।