কতক্ষণ ভেজাবেন আপনার আমন্ড? কীভাবে ভেজালে বেশি উপকার?

Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash

পুষ্টির জন্য বাদাম খুব উপকারী। সেই তালিকায় একেবারে উপরে থাকে আমন্ড।

Image Source: Pexels/Pixabay/Unsplash

প্রতিদিন সকালে খালি পেটে আমন্ড খাওয়ার অভ্যাস করা যায়। ব্রেকফাস্টেও ব্য়বহার করা যায়।

Image Source: Pexels/Pixabay/Unsplash

কিন্তু সেই আমন্ড ব্যবহারের আগে সেটা ভিজিয়ে রাখতে হয়।

Image Source: Pexels/Pixabay/Unsplash

খাওয়ার আগে কতক্ষণ ভেজাতে হয় আমন্ড?

Image Source: Pexels/Pixabay/Unsplash

Healthline-এর ওয়েবসাইট অনুযায়ী অন্তত ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় আমন্ড

Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash

একটি পাত্রে পরিস্রুত জল নিয়ে তাতে ভিজিয়ে রাখতে হয় আমন্ড।

Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash

সারা রাত ভিজিয়ে রেখে সকালে খাওয়া যায় আমন্ড

Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash

ভিজিয়ে রাখলে বেশ কিছু পুষ্টিগুণ সহজে পাওয়া যায়। দেহে পুষ্টি শোষণও দ্রুত হয়।

Image Source: Pexels/Pixabay/Unsplash

ভিজিয়ে রাখলে আমন্ড নরম হয়ে যায়। এমন অবস্থায় ভেজানো বাদাম সহজেই হজম করা যায়।

Image Source: Pexels/Pixabay/Unsplash

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Image Source: Pexels/Pixabay/Unsplash