অ্যালোভেরাতে বিপদও আছে ! ত্বকে লাগানোর সময় এই ৫ ভুল কখনও নয়

Published by: ABP Ananda
Image Source: Freepik

প্রত্যেক ধরনের ত্বকে একই প্রভাব ফেলে না অ্যালোভেরা।



অনেকের ত্বকে অ্যালোভেরা লাগালে অ্যালার্জি, র‍্যাশ কিংবা চুলকানির সমস্যা হয়।
অনেক সময় অ্যালোভেরা লাগালে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।


রোদে পোড়া ত্বকের মত গাঢ় হয়ে যায় চেহারার রং।



এই ভুলগুলি তাই কখনও করবেন না অ্যালোভেরা লাগানোর সময়ে।



অ্যালোভেরা প্যাক লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দেবেন না।



প্যাচ টেস্ট না করেই সরাসরি মুখে লাগাবেন না অ্যালোভেরা।



অনেকে রাতে এই প্যাক মেখে শুয়ে থাকেন, এটা একেবারেই অনুচিত।
অ্যালোভেরা জেল মেখে রোদে বেরোলে ত্বক কালচে হয়ে যেতে পারে।


সর্বোপরি রোজ রোজ এই অ্যালোভেরা ত্বকে লাগানো উচিত নয়।