প্রতিদিন একটি কলা খেয়ে কিভাবে ওজন কমাতে পারেন?

Published by: ABP Ananda
Image Source: freepik

কলা এমন একটি ফল যা শরীরের জন্য খুবই উপকারী।

Image Source: freepik

এই ফলটি বেশিরভাগ শরীর সচেতন ব্যক্তিই খেয়ে থাকেন।

Image Source: freepik

কেউ কেউ মনে করেন কলা খেলেই ওজন বাড়বে।

Image Source: freepik

যদিও রোজ একটি কলা খেলেও ওজন কমতে পারে। কলা ব্রেকফাস্টের আগে খান। পেট অনেকক্ষণ ভরা থাকবে।

Image Source: freepik

কলা খেলে অনেকটা শক্তি পাওয়া যায়। এছাড়াও কলা খেলে বেশি ক্যালরি বার্ন হয়।

Image Source: freepik

কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অনেকক্ষণ পেট ভরা থাকে।

Image Source: freepik

কলার ভিতরে পটাশিয়ামও বেশি থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

Image Source: freepik

কলার খেলে দিনের শুরুতেই প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই পাওয়া যাবে।

Image Source: freepik

কলা স্মুদি বানিয়েও অনেকে খান। শেক বানিয়ে বা এমনিও খাওয়া যেতে পারে।

Image Source: freepik