স্বাস্থ্যের ক্ষেত্রে শসার একাধিক গুণ, শরীর হাইড্রেট করতে শসার জুড়ি মেলা ভার

Published by: ABP Ananda

সাধারণত ফেসিয়াল করার ক্ষেত্রে চোখের উপর দেওয়া হয় শসার টুকরো, একইভাবে ত্বক এবং চুলের যত্নেও ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

ভিটামিন C এবং K-তে ভরপুর, এতে ফসফরাস, রাইবোফ্লাভিন, ফোলেট, ম্যাগনেসিয়াম, বি-৬, সিলিকা, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং প্যান্টোথেনিক অ্যাসিডও রয়েছে

Published by: ABP Ananda

শসা চুলের টাক পড়া রোধ করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে লাগালে চুলের বৃদ্ধি হতে পারে দ্রুত

Published by: ABP Ananda

শসা ক্ষতিগ্রস্ত চুলের ফলিকল পুনরুদ্ধার করে এবং মাথার ত্বককে হাইড্রেটেড রাখে, চুল পড়া রোধ করে

Published by: ABP Ananda

সিবামের উৎপাদন নিয়ন্ত্রণ করতে এবং মাথার ত্বকে প্রাকৃতিক তেল বজায় রাখতেও সাহায্য করে

Published by: ABP Ananda

শসা থেকে বীজ বের করে হেয়ার ওয়েলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে

Published by: ABP Ananda

শসার তেল খুসকি দূর করে এবং সোরিয়াসিস ও একজিমার সমস্যা দূর করতে পারে

Published by: ABP Ananda

শসার রস তৈরি করে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে শ্যাম্পু, ওই জলেই শ্যাম্পু করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda