ত্বকের পরিচর্যায় বেসনের ব্যবহার খুবই সাধারণ, কিন্তু কীভাবে ব্যবহার করলে ফল পাওয়া যাবে তা অনেকেরই অজানা

Published by: ABP Ananda

বেসন তৈলাক্ত ত্বক থেকে মুক্তি দেয়, ব্রণ এবং ব়্যাশের মতো আশঙ্কাও দূর করে

Published by: ABP Ananda

বেসন ব্যবহারে ত্বক কোমল হয় এবং উজ্জ্বলও হতে পারে

Published by: ABP Ananda

বেসনের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন, শুকিয়ে গেলে ধুয়ে নিন

Published by: ABP Ananda

পেঁপের পেস্ট, কমলালেবুর রস বেসনের সঙ্গে মিশিয়ে নিন, মুখে মেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

বেসনের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

সম পরিমাণ অ্যালোভেরা এবং শসার নির্যাস মেশাতে হবে, তাতে বেসন দিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন

Published by: ABP Ananda

বেসনের সঙ্গে মিশিয়ে নিন চন্দনের গুঁড়ো, তাতে দুধ দিয়ে লাগিয়ে নিন মুখে

Published by: ABP Ananda

কলা পেস্ট করে দই এবং বেসনের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করুন, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda