দই পটল, পটল আলুর তরকারি,আলু-পটলের ঝোল, গরমকাল মানেই পটলের রেসিপি ট্রাই করা শুরু



অনেকেই বলেন পটল খেলে পেট ঠান্ডা হয়, কিন্তু সব সময় তাই নয়।



কারো কারও জন্য পটল একেবারেই ভাল নয়। পটল এঁরা একদম হজম করতে পারেন না।



অনেকেরই পটল খেলেই বমি পায়, মাথা ধরে।



কারো কারো ক্ষেত্রে পটল খেলে পেট ফাঁপা, পেট ফাঁপা, ডায়রিয়া এবং বমি বমি ভাব হতে পারে।



কারও কারও পটল খেলেই মাথা ঘোরে। সবার না হলেও কারো কারো ক্ষেত্রে পটলের প্রতিক্রিয়া ভাল নয়।



পটলে কারও কারও অ্যালার্জি থাকতে পারে, তারা পটল খাওয়া এড়িয়ে যাওয়াই ভাল।



সেই অর্থে পটলের গুণের ভাগই বেশি। পটল খাওয়ার তেমন কোনও অপকারিতা নেই।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।