মোমো খেলে কি তাড়াতাড়ি অসুস্থ হওয়ার সম্ভাবনা ?

Published by: ABP Ananda
Image Source: freepik

ভারতে বহু মানুষের প্রিয় খাবার মোমো

শুধু পাহাড়ে নয়, সমতলেও পপুলার মোমো

Image Source: freepik

মোমোর নানা রকমের হয়।

মোমো হজমও হয় সহজে।

Image Source: freepik

আজকাল বাচ্চাদেরও পছন্দের খাবার মোমো।

মোমো কি তবে বিপজ্জনক?

Image Source: freepik

মোমো অনেক রকম হয়।

অনেকে স্টিম মোমো খেতেই পছন্দ করে। আবার কেউ ফ্রায়েড।

Image Source: freepik

মানুষ মোমোকে স্বাস্থ্যকর মনে করে

কিন্তু মোমো খাওয়ার ফলে অনেক রোগের আশঙ্কা থাকে

Image Source: freepik

মোমোতে ময়দার জন্য রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে

যার ফলে ডায়াবেটিস বাড়তে পারে।

Image Source: freepik

ময়দা হাড়ের ক্যালশিয়াম শোষণ করে নেয়।

যার ফলে হাড় দুর্বল হয়

Image Source: freepik

এছাড়াও বদহজমের সমস্যা হতে পারে

কারণ মোমো সঙ্গে স্পাইসি চাটনি থাকে।

Image Source: freepik

মোমোর চাটনিতে অধিক পরিমাণে

সোডিয়াম থাকে যা রক্তচাপ বৃদ্ধি করতে পারে

Image Source: freepik