সূর্যের প্রখর তেজে পুড়ছে ত্বক, তেমনই রয়েছে ঘামের সমস্যা



এই সময়ে মেক আপ করলে সবথেকে বড় চ্য়ালেঞ্জ কী করে ঘাম থেকে রেহাই পাওয়া যায়



গরমে মেক আপ করলে যে বিষয়টা মনে রাখতে হবে তা যেন ন্যাচরাল লুক হয়



কীভাবে গরমে মেক আপ করবেন?



মেক আপ হবে হালকা, ফাউন্ডেশন থেকে বিবি ক্রিম সবটাই ওয়াটার বেসড হতে হবে



ঘাম থেকে মুক্তি পেতে আইশ্যাডো, মাস্কারা, আই লাইনার পরতে হবে ওয়াটার প্রুফ



মেক আপ ব্যবহারের পর পাউডার দিয়ে সেট করতে হবে, যাতে তেল এবং ঘাম শুষে নিতে পারে



সঙ্গে রাখতে হবে টিস্যু পেপার, অত্যাধিক ঘাম বা তেল বেরোলে মুছে নিতে হবে



মেক আপ তো বটেই অন্যান্য সময়ও ঘাম নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, পান করতে হবে পর্যাপ্ত জল



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।