অনেকেই মুখের ঔজ্জ্বল্য বাড়াতে মুলতানি মাটি লাগান।



তবে এই মাটি লাগানর কিছু বিশেষ উপায় আছে।



সবার প্রথমে মুখ ভাল করে ধুয়ে ফেলতে হবে।



মুলতানি মাটিকে ভাল জল বা গোলাপজলের সঙ্গে মেশাতে হবে।



তারপর পেস্টটি নিজের মুখে ভালভাবে মেখে নিতে হবে।



১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে এটি শুকোনো পর্যন্ত।



তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে।



ত্বকের অতিরিক্ত তেল মুছে যায় এর মাধ্যমে।



আর দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকের রঙও বদলে যায় অনেকের।



সপ্তাহে ১-২ বার লাগালেই বেশি উপকার মেলে।