Image Source: Freepik

প্যাচপ্যাচে গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টি। সব মিলিয়ে এখন বাতাসে আর্দ্রতা বেশি।

Image Source: Freepik

অতিরিক্ত আর্দ্রতার জন্য চুলের হাইড্রাল ফ্যাটিগ হতে পারে।

Image Source: Freepik

এতে হেয়ার ফলিকল নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Freepik

চুলের সাধারণত তিনটে স্তর হয়। স্তরগুলি হল কিউটিকল, কর্টেক্স ও মেডুলা।

Image Source: Freepik

কিউটিকল হল চুলের উপরের আদতে মৃত কোশ। কর্টেক্স তার ভিতরের স্তর।

Image Source: Freepik

সবচেয়ে ভিতরে থাকে মেডুলা। এটি খুব ভালমানের চুলের মধ্যেই থাকে।

Image Source: Freepik

হাইড্রাল ফ্যাটিগ হলে চুলের মধ্যে বেশ কিছু সূক্ষ্ম ছিদ্র হয়। সেখান থেকে জল ঢুকে চুল নষ্ট হয়।

Image Source: Freepik

এই সমস্যা এড়াতে লো পিএইচ-র শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুলের জন্য একটি মাস্ক ব্যবহার করতে পারলে ভাল।

Image Source: Freepik

এছাড়াও,নিয়মিত চুল ব্রাশ করতে হবে। যাতে গোড়ায় জমে থাকা ময়লা ধুয়ে যায়।

Image Source: Freepik

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।

Thanks for Reading. UP NEXT

জলের নীচে যোগাসন ! জানেন কি দেশের কোথায় এগুলি করানো হয় ?

View next story