আজ হল দশম আন্তর্জাতিক যোগ দিবস।
চলতি বছরের থিম 'সমাজের জন্য যোগ'।
২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয় যোগ দিবস।
যোগাসন শুধুই স্থলে নয়, জলের নীচেও হয়।
গোয়ায় আন্ডারওয়াটার যোগাসন করানো হয়।
পালোলেম বিচে যোগ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
কেরলে ব্যাকওয়াটারেও যোগাসন বিরল অভিজ্ঞতা।
সমুদ্র সৈকত যোগাসনের জন্য উপযুক্ত এলাকা।
যোগব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখে।
যোগাসন করলে মানসিক চাপ কমে আসে।