অনেকের ক্ষেত্রেই দেখা যায় আচমকা পেশীতে টান ধরছে, প্রবল যন্ত্রণা হচ্ছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কী কী কারণে এইসব সমস্যা দেখা দিতে পারে? জেনে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কম জল খাওয়া হলে পেশীতে টান ধরে পারে আচমকা। খুব ব্যথাও হতে পারে। তাই রোজ সঠিক পরিমাণে জল খান।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জিম কিংবা যোগাসন যাঁরা করেন, তাঁরা চোট-আঘাত পেলে পেশীতে টান ধরে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পেশীতে টান ধরলে বিশেষ করে পায়ের পেশীতে, সঙ্গে সঙ্গে চেষ্টা করুন একটু হাঁটাচলা করার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের শরীরে ইলেকট্রলাইটসের ভারসাম্য নষ্ট হলেও পেশীতে আচমকা টান ধরতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম- এই তিন উপকরণ আমাদের শরীরে সঠিক পরিমাণে না থাকলে মাসল ক্র্যাম্প হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সঠিক পরিমাণে জল না খেলে শরীরে ডিহাইড্রেশন হবে। আর তার জেরে শরীরে সঠিক মাত্রায় রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্ভব হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সারা শরীরে সঠিক ভাবে ব্লাড সার্কুলেশন সম্পন্ন না হলেও পেশীতে টান ধরতে পারে। তীব্র ব্যথা হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যদি দেখেন বারবার পেশীতে টান ধরছে, ব্যথা বাড়ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels