কত কম সময়ে, কতটা বেশি ওজন কমানো যায়.. বর্তমানে এই চাহিদা তুঙ্গে উঠেছে। কার্যত ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।

Published by: ABP Ananda
Image Source: pexels

খাওয়া দাওয়ায় রাশ টানা থেকে শুরু করে শরীরচর্চা, দুইই ওজন কমানোর জন্য সমান জরুরি।

Image Source: pexels

কিন্তু কম সময়ে ওজন কমানোর তাড়াহুড়োয় অনেকে এমন কিছু পথ বেছে নেন, যাতে ঘটতে পার বিপত্তি।

Image Source: pexels

এক সপ্তাহে কতটা ওজন কমানো স্বাস্থ্যসম্মত? বেশি ওজন কমলে কী বিপত্তি ঘটতে পারে? জেনে নেওয়া যাক

Image Source: pexels

চিকিৎসকেরা বলছেন, এক সপ্তাহে ০.৫ কিলোগ্রাম থেকে ১.৫ কিলো ওজন হ্রাসকে স্বাস্থ্যকর বলে মনে করা হয়।

Image Source: pexels

প্রতিদিনের খাবার থেকে ৫০০-১০০০ ক্যালোরি বাদ দিতে পারলে, ১ সপ্তাহে ১ কিলো পর্যন্ত ওজন কমানো সম্ভব।

Image Source: pexels

তবে এর থেকে বেশি ওজন ১ সপ্তাহেই হ্রাস হয়ে গেলে বিপত্তি, শরীরে দেখা দিতে পারে অন্যান্য সমস্যা।

Image Source: pexels

১ সপ্তাহের মধ্যেই অত্যাধিক ওজন হ্রাস প্রভাব ফেলতে পারে শরীরের পেশিতে। শক্তিক্ষয় হতে পারে, ক্লান্ত হয়ে পড়তে পারেন আপনি।

Image Source: pexels

ওজন কমালেও, শরীরের পেশী শক্তি বজায় রাখতে পাতে থাকুক হাই প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার

Image Source: pexels

খাবার তালিকা থেকে একেবারে ছেঁটে ফেলুন কার্বোহাইড্রেট, সঙ্গে হোক শরীরচর্চা। তবেই ওজন কমানো হবে স্বাস্থ্যসম্মত

Image Source: pexels