অনেকেই সকালে ঘুম থেকে উঠে বুকে একটা অসভুত অস্বস্তি অনুভব করে থাকেন।



বুকে অস্বাভাবিক চাপ লাগে, যেন দমবন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে অনুভূত হতে পারে হাল্কা চিনচিনে একটা ব্যথা।



সকালে ঘুম থেকে ওঠার পরই ঘাড়ে, কাঁধে যন্ত্রণা হতে পারে আপনার। মনে হবে যেন টান ধরে গিয়েছে।



ব্যথা অনুভব করতে পারেন চোয়ালে। এছাড়াও ব্যথা হতে পারে হাতে এবং পিঠেও। বেশ কষ্টদায়ক ব্যথা অনুভূত হতে পারে।



সকালে ঘুম থেকে ওঠার পর এই লক্ষণগুলি পরপর কয়েকদিন দেখা গেলে বুঝতে হবে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে।



অনেকের ক্ষেত্রেই সকালে ঘুম থেকে ওঠার পরেই গা-গোলাতে থাকে। বমি পায়। এইসব উপসর্গ জানান দেয় যে আপনার হৃদযন্ত্রে সমস্যা রয়েছে।



হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকলে আপনি সকালে ঘুম থেকে উঠে মাথাতেও যন্ত্রণা অনুভব করতে পারেন। মাথা ঝিমঝিম করতে পারে আপনার।



সকালে ঘুম থেকে ওঠার পর অস্বাভাবিক ক্লান্তি লাগল, সেটাও অবহেলা করবেন না। হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।



হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলে অস্বাভাবিক ঘাম হতে পারে। এই লক্ষণ অবহেলা করবেন না আপনি।



সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি মাঝে মাঝেই মাথা ঘোরানোর সমস্যা দেখা গেলে বুঝতে হবে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে।