আমলা ভাল করে ধুয়ে কেটে শুকিয়ে নিতে হবে

Published by: ABP Ananda

একটা পাত্রে প্রয়োজন অনুযায়ী নারকেল বা তিলের তেল দিয়ে অল্প আঁচে গরম করতে হবে

Published by: ABP Ananda

এরপর ওই তেলে আমলা দিতে হবে

Published by: ABP Ananda

আমলা দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে তাতে রং পরিবর্তন হচ্ছে কিনা

Published by: ABP Ananda

রং পরিবর্তন হলে আঁচ বন্ধ করে তেল নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে

Published by: ABP Ananda

এরপর অন্য একটা পাত্রে পরিষ্কার কাপড় জড়িয়ে ছেঁকে নিতে হবে ওই তেল

Published by: ABP Ananda

ব্যবহারের আগে তেল হালকা গরম করে স্ক্যাল্পে দিতে হবে

Published by: ABP Ananda

চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত এই তেল ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

তেল মাখার পর এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন, সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda