নখের যত্নে পার্লারের দৌড়ানোর দিন শেষ খুব সহজে ঘরোয়া বিভিন্ন উপাদান ব্যবহার করে নখ ভাল রাখা যায় নারকেল নখ শক্ত রাখে, রাতে ঘুমানোর আগে হালকা হাতে মাসাজ করতে পারেন লেবুর রস এবং অলিভ ওয়েল সম পরিমাণ নিয়ে তাতে নখ ভিজিয়ে রাখুন, এতে নখ ভেঙে যাওয়ার সমস্যা কমবে নখে অনেক সময় ফাঙ্গাসের সংক্রমণ হয়, তা থেকে মুক্তি দেয় টি ট্রি ওয়েল অলিভ গরম করে তা লাগাতে পারেন নখে, এতে নেলপলিশ না পরলেও নখ করবে চকচক ভিটামিন E তেল নখ বাড়তে এবং হাইড্রেট রাখতে সাহায্য করে নখ ভাল রাখে বায়োটিন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের রুটিনে কোনও সাপ্লিমেন্ট রাখতে হবে, রসুনের রসের সঙ্গে কোনও তেল মিশিয়ে নখে মাসাজ করে ১০ মিনিট রেখে দিন ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।