পাতিলেবুর সঙ্গে অলিভ ওয়েলের মাস্ক ব্যবহার করা যেতে পারে
abp live

পাতিলেবুর সঙ্গে অলিভ ওয়েলের মাস্ক ব্যবহার করা যেতে পারে

Published by: ABP Ananda
এতে ভিটামিন সহ অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পে পুষ্টি জোগায়, হেয়ার ফলিকলকেও শক্ত করে এই মিশ্রণ
abp live

এতে ভিটামিন সহ অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পে পুষ্টি জোগায়, হেয়ার ফলিকলকেও শক্ত করে এই মিশ্রণ

Published by: ABP Ananda
লেবুর রস এবং নারকেল তেলের মিশ্রণও টাক ঢাকতে কার্যকরী
abp live

লেবুর রস এবং নারকেল তেলের মিশ্রণও টাক ঢাকতে কার্যকরী

Published by: ABP Ananda
নারকেল তেল এবং লেবুর রস মিশিয়ে গরম করে নিতে হবে, তারপর স্ক্যাল্পে হালকা হাতে মাসাজ করে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে
abp live

নারকেল তেল এবং লেবুর রস মিশিয়ে গরম করে নিতে হবে, তারপর স্ক্যাল্পে হালকা হাতে মাসাজ করে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda
abp live

অ্যালোভেরার নির্যাসের সঙ্গে মিশিয়ে নিন পাতিলেবুর রস, যেসব জায়গায় টাক রয়েছে লাগিয়ে নিন সেখানে

Published by: ABP Ananda
abp live

ওই মিশ্রণ দিয়ে হালকা হাতে মাসাজ করুন স্ক্যাল্প, আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda
abp live

দারচিনি গুঁড়োর সঙ্গে লেবুর রস এবং মধু মিশিয়ে নিয়ে ওই মিশ্রণ ব্যবহার করুন স্ক্যাল্পে

Published by: ABP Ananda
abp live

ওই মিশ্রণ ২০ মিনিট থেকে আধ ঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন চুল এরপর শ্যাম্পু করতে হবে

Published by: ABP Ananda
abp live

ডিমের কুসুমের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিন, এরপর ওই মিশ্রণ স্ক্যাল্প ও চুলে লাগিয়ে রেখে দিন আঘ ঘণ্টা, তারপর শ্যাম্পু করে নিন

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda