ত্বক ভাল রাখতে চাইলে মাঝে মাঝে স্টিম বা ভেপার নেওয়া জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্টিম বা ভেপার নেওয়ার সময় অবশ্যই চুল ভালভাবে তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মাঝে মাঝে স্টিম বা ভেপার নিলে আপনার ত্বকের পোরসের মুখগুলি ভালভাবে পরিষ্কার হয়ে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের পোরসে থাকা ময়লা বেরিয়ে আসে স্টিম বা ভেপার নিলে। ত্বকের ডিপ ক্লিনিং হয় এই পদ্ধতিতে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের পোরসের মুখগুলি থেকে ময়লা দূর হয়ে পোরসের মুখগুলি উন্মুক্ত হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্টিম বা ভেপার নিলে ত্বকে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের অন্যতম সমস্যা হল ব্রনর সমস্যা। এই ব্রন কমাতেও কাজে লাগে স্টিম বা ভেপার নেওয়ার অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বক হাইড্রেটেড রাখতেও কাজে লাগে স্টিম এবং ভেপার নেওয়ার এই অভ্যাস। ত্বকের রুক্ষতা দূর হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের পোরসগুলি উন্মুক্ত হওয়ার ফলে ক্রিম বা ময়শ্চারাইজার সহজে ত্বকে শোষিত হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels