ত্বকে বরফ ব্যবহার করলে উপকার যেমন রয়েছে, তেমনই দেখা দিতে পারে সমস্যাও।



ত্বকে মাঝে মাঝে বরফ ব্যবহার করা ভাল। তবে প্রায়ই ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।



ত্বকে বরফের ব্যবহার বেশি হলে কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, জেনে নিন।



ত্বকে প্রায়ই বরফ ঘষলে অনেক ধরনের ইরিটেশন দেখা দিতে পারে।



ত্বকে বরফের ব্যবহার বেশি হয়ে গেলে ত্বক ভীষণ রুক্ষ, শুষ্ক ধরনের হয়ে যেতে পারে।



ত্বকে বরফে অতিরিক্ত ব্যবহার ত্বক থেকে যে ন্যাচারাল অয়েল বেরোয়, তার পরিমাণ কমিয়ে দেয়।



যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা ত্বকে একেবারেই বেশি পরিমাণে বরফ ব্যবহার করতে যাবেন না।



অতিরিক্ত বরফের ব্যবহার ত্বকে গঠন নষ্ট করে। ফলে কমে যেতে পারে ত্বকের টানটান ভাব।



অতএব ত্বকে প্রায়ই বরফ ঘষার আগে একটু সতর্ক হয়ে যাওয়া ভাল।



নাহলে আপনার অজান্তেই অতিরিক্ত বরফের ব্যবহারে আপনার ত্বক নষ্ট হয়ে যাবে।