অল্প ঘুমোনো লোকেদের এই সমস্যা হয়

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকের দৌড়ঝাঁপের জীবনে মানুষজন পর্যাপ্ত ঘুমোনোর সময় কমিয়ে দিয়েছে।

Image Source: pexels

কিছু লোক রাতভর মোবাইল ব্যবহার করে, আবার কিছু মানুষের ঘুমের সমস্যা হয়, উদ্বেগের কারণে তারা ঘুমাতে পারে না।

Image Source: pexels

কিন্তু পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে অনেক সমস্যা হতে পারে

Image Source: pexels

প্রায় ৭ থেকে ৮ ঘণ্টার ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি ধরা হয়

Image Source: pexels

যদি ঘুম সম্পূর্ণ না হয় তবে এর সরাসরি প্রভাব মানসিক স্বাস্থ্যের উপর পড়ে

Image Source: pexels

ঘুম সম্পূর্ণ না হওয়ার কারণে স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

Image Source: pexels

এই কারণে সারাদিন ধরে খিটখিটে মেজাজ ও মানসিক চাপের মতো সমস্যা সৃষ্টি হতে পারে

Image Source: pexels

ঘুম সম্পূর্ণ না হলে অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়

Image Source: pexels

সুতরাং পর্যাপ্ত সময় নিয়ে ঘুমোনোর চেষ্টা করুন। স্বাস্থ্যের সঙ্গে আপস করা খুবই ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels