রান্নাঘরে থাকা অত্যাবশ্যকীয় উপাদান হল পেঁয়াজ, যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চুলেরও যত্ন নেয়

Published by: ABP Ananda

সরাসরি পেঁয়াজের রস হোক বা পেঁয়াজের তৈরি তেল, চুল ঝরা কমবে মাত্র সাত দিনেই

Published by: ABP Ananda

তিনটে ছোট পেঁয়াজের সঙ্গে অলিভ ওয়েল বা নারকেল তেল বা তিলের তেল নিতে হবে

Published by: ABP Ananda

প্রথম পেঁয়াজ কেটে তা থেকে রস বের করে নিতে হবে

Published by: ABP Ananda

একটা পাত্রে ওই রস সহ পছন্দের তেল মিশিয়ে অল্প আঁচে রেখে গরম করতে হবে

Published by: ABP Ananda

পুরো মিশ্রণ ঠিক মতো গরম হয়ে গেলে আঁচ বন্ধ করে তাতে দিতে হবে এসেন্সিয়াল ওয়েল

Published by: ABP Ananda

এবার ওই তেল একটা কালো বোতলে ভরে রেখে দিতে হবে

Published by: ABP Ananda

এই তেল স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে

Published by: ABP Ananda

দ্রুত ফল পেতে সপ্তাহে দু থেকে তিন দিন এই তেল ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda