হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করার ঘরোয়া উপায়

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেক সময় ঘরে পেঁয়াজ কাটার পর তার গন্ধ আমাদের হাতে থেকে যায়।

Image Source: pexels

পেঁয়াজে থাকা সালফারযুক্ত যৌগের কারণে এই গন্ধ হয়।

Image Source: pexels

কীভাবে ঘরোয়া উপায়ে হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করা যায় জানেন ?

Image Source: pexels

নুনের সাহায্যে আপনি হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে পারেন সহজেই।

Image Source: pexels

এর জন্য আপনি হাত ভিজিয়ে তাতে অল্প নুন নিয়ে ঘষুন যাতে গন্ধটি আপনার হাত থেকে চলে যায়।

Image Source: pexels

এছাড়াও আপনি হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করার জন্য টুথপেস্ট ও মাউথওয়াশ দিয়ে হাত ধুতে পারেন।

Image Source: pexels

টুথপেস্ট এবং মাউথওয়াশ পেঁয়াজে থাকা সালফারের রাসায়নিক যৌগকে দূর করে দেয়।

Image Source: pexels

লেবুর রস হাতে ঘষেও আপনি হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে পারেন।

Image Source: pexels

আবার চাইলে আপনি কফি বিন দিয়ে হাত ঘষেও পেঁয়াজের গন্ধ দূর করতে পারেন অতি সহজেই।

Image Source: pexels