বিয়ে বাড়ি হোক বা পুজো, নিজেকে সাজানোর পাশাপাশি, নখের সাজসজ্জাও হাল ফ্যাশানের একটা বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

Published by: ABP Ananda
Image Source: freepik

বর্তমানে অনেকেই সারা বছর নেল এক্সটেনশন করান, সারা বছর হাতকে সাজিয়ে রাখতে ভালবাসেন বিশেষ করে মহিলারা।

Image Source: freepik

অনেকে যেমন, নিজের নখকেই রঙিন করে সাজিয়ে তোলেন, তেমনই আবার নিজের নখের ওপর কৃত্রিম নখ লাগাতে পছন্দ করেন।

Image Source: freepik

নেল এক্সটেনশন করালে হাত সত্যিই দেখতে ভীষণ সুন্দর আর স্টাইলিস্ট লাগে। তবে আদৌ কি এটা স্বাস্থ্যকর?

Image Source: freepik

যদি নেল এক্সটেনশন করার পরিকল্পনা থাকে, তাহলে পার্লারে যাওয়ার আগে, মাথায় রাখুন এই বিষয়গুলি।

Image Source: freepik

নেল এক্সটেনশন দুই প্রকারের হয়, অ্যাক্রিলিক এবং জেল নখ এক্সটেনশন।

Image Source: freepik

অ্যাক্রেলিক নেল এক্সটেনশন সামান্য শক্ত হয়, আর জেল নেল এক্সটেনশন হালকা হয়।

Image Source: freeik

নেল এক্সটেনশন করানোর আগে পরীক্ষা করান, আপনার নখ যথেষ্ট পরিমাণে মজবুত তো? নাহলে কেমিক্যাল ব্যবহারে এর ক্ষতি হতে পারে।

Image Source: freepik

যদি প্রথমবার নেল এক্সটেনশন করান, তাহলে অভিজ্ঞ টেকনিশিয়ানের সঙ্গে কথা বলুন। আর নিজের নখকেই সাজিয়ে তোলা তুলনামূলক নিরাপদ।

Image Source: freepik

আপনার নখ কেমন, সেই মতো ডিজাইন পছন্দ করুন, অতিরিক্ত লম্বা নখ রাখতে গেলে সমস্যা হতে পারে।

Image Source: freepik