বিয়ে বাড়ি হোক বা পুজো, নিজেকে সাজানোর পাশাপাশি, নখের সাজসজ্জাও হাল ফ্যাশানের একটা বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে অনেকেই সারা বছর নেল এক্সটেনশন করান, সারা বছর হাতকে সাজিয়ে রাখতে ভালবাসেন বিশেষ করে মহিলারা।
অনেকে যেমন, নিজের নখকেই রঙিন করে সাজিয়ে তোলেন, তেমনই আবার নিজের নখের ওপর কৃত্রিম নখ লাগাতে পছন্দ করেন।
নেল এক্সটেনশন করালে হাত সত্যিই দেখতে ভীষণ সুন্দর আর স্টাইলিস্ট লাগে। তবে আদৌ কি এটা স্বাস্থ্যকর?
যদি নেল এক্সটেনশন করার পরিকল্পনা থাকে, তাহলে পার্লারে যাওয়ার আগে, মাথায় রাখুন এই বিষয়গুলি।
নেল এক্সটেনশন দুই প্রকারের হয়, অ্যাক্রিলিক এবং জেল নখ এক্সটেনশন।
অ্যাক্রেলিক নেল এক্সটেনশন সামান্য শক্ত হয়, আর জেল নেল এক্সটেনশন হালকা হয়।
নেল এক্সটেনশন করানোর আগে পরীক্ষা করান, আপনার নখ যথেষ্ট পরিমাণে মজবুত তো? নাহলে কেমিক্যাল ব্যবহারে এর ক্ষতি হতে পারে।
যদি প্রথমবার নেল এক্সটেনশন করান, তাহলে অভিজ্ঞ টেকনিশিয়ানের সঙ্গে কথা বলুন। আর নিজের নখকেই সাজিয়ে তোলা তুলনামূলক নিরাপদ।
আপনার নখ কেমন, সেই মতো ডিজাইন পছন্দ করুন, অতিরিক্ত লম্বা নখ রাখতে গেলে সমস্যা হতে পারে।