আর কয়েকটা দিন পরেই কালীপুজো। আর বর্তমানে, পরিবেশবান্ধব বাজি ব্যবহার করার জন্য সবাইকেই পরামর্শ দেওয়া হচ্ছে।
পরিবেশবান্ধব বাজি প্রকৃতির পক্ষে ভাল, পাশাপাশি পশুদের জন্য এই বাজি বিশেষ ক্ষতিকারকও নয়।
এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এবার দীপাবলিতে যেন সাধারণ বাজির বদলে, পরিবেশবান্ধব বাজিই ব্যবহার করা হয়।
পরিবেশবান্ধব বাজির দাম কিছুটা বেশি হলেও, একদিকে যেমন সুন্দর, তেমনই পরিবেশেরও ক্ষতি করে না।
সুপ্রিম কোর্টের এই সবুজ বাজি ব্যবহার করার নির্দেশ দিল্লী-এনসিআরে ১৮-২১ অক্টোবর পর্যন্ত লাগু থাকবে
তবে জানেন কী, সাধারণ বাজির থেকে কতটা আলাদা এই সবুজ বাজি? কোথায় কোথায় বিশেষত্ব?
সবুজ বাজি সাধারণ বাজির থেকে দূষণ অনেকাংশে কম ঘটায়।
সাধারণ বাজিতে বেরিয়াম নাইট্রেট, পটাসিয়াম ক্লোরেট এবং পটাসিয়াম পারম্যাঙ্গানেটের মতো পদার্থ ব্যবহার করা হয়।
সবুজ বাজিতে বেরিয়াম নাইট্রেট, পটাসিয়াম ক্লোরেট এবং পটাসিয়াম পারম্যাঙ্গানেটের মতো পদার্থ ব্যবহার হলেও তা হয় খুব কম পরিমাণে
সাধারণ আতসবাজির তুলনায়, সবুজ বাজি ৩০ শতাংশ কম দূষণ ঘটায় এমনটাই বলছে গবেষণা
সবুজ বাজিগুলিতে নাইট্রোজেন-ভিত্তিক অক্সিডাইজার এবং কম ধোঁয়া নির্গত করার মতো বাইন্ডার ব্যবহার করা হয়