স্মার্টফোনর স্ক্রিনের কারণে কত রোগ হতে পারে?

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমান সময়ে মানুষজন স্মার্টফোন অনেকক্ষণ ধরে ব্যবহার করে।

Image Source: pexels

স্মার্টফোন কথা বলা, বিনোদন, তথ্য সংগ্রহ ও আরও অনেক কাজের জন্য করা হয়।

Image Source: pexels

স্মার্টফোনর স্ক্রিনের কারণে আমাদের কত রোগ হতে পারে, জেনে নিন..

Image Source: pexels

টানা স্মার্টফানের স্ক্রিনের দিকে তাকানোর কারণে চোখে চাপ পড়ে ও মনোযোগ দিতে অসুবিধা হয়।

Image Source: pexels

চোখের ওপর চাপ পড়লে মাথাব্যথা শুরু হয়, যে কারণে মাইগ্রেন হতে পারে।

Image Source: pexels

বেশি ফোন ব্যবহার করলে মেরুদণ্ডের রোগ হয় ও ঘাড়ের পেশিতে সমস্যা হতে শুরু করে।

স্মার্টফোনর স্ক্রিন থেকে ডিপ্রেশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে..

Image Source: pexels

স্মার্টফোন বেশি ব্যবহারের কারণে ঘুমের সমস্যা হয়...

Image Source: pexels

অনেকক্ষণ ধরে বসে স্মার্টফোন ব্যবহারের কারণে ওজন বৃদ্ধি হয়