শীতকাল মানেই বাজারে

হরেক রকমের শাক-সবজি

Published by: ABP Ananda

তবে এই শীতে গাজর

খাওয়ার অভ্যাস রপ্ত করুন

Published by: ABP Ananda

গাজরের অনেক গুণ,

খেলে তবেই বুঝবেন

Published by: ABP Ananda

বিটা ক্যারোটিন

চোখের স্বাস্থ্য ভাল রাখে

Published by: ABP Ananda

অস্কিডেসিভ স্ট্রেসও

দূর করে অ্যান্টিঅক্সিড্যান্ট

Published by: ABP Ananda

ক্যারোটিনয়েডস ক্যান্সারের

ঝুঁকি কমাতে সাহায্য় করে

Published by: ABP Ananda

কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে,

ওজন কমানোরও সহায়ক

Published by: ABP Ananda

ভিটামিন এ চোখকে

ভিতর থেকে ভাল রাখে

Published by: ABP Ananda

পটাসিয়াম ও ভিটামিন কে

হাড় ভাল রাখে

Published by: ABP Ananda

গাজরে ফাইবার থাকে,

হজম ক্ষমতা বৃদ্ধি পায়

Published by: ABP Ananda

তবে চিকিৎসকের

পরামর্শ মেনেই চলুন

Published by: ABP Ananda