বিভিন্ন ধরনের ভেষজ চা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভাল। এই তালিকায় রাখতে পারেন পিপারমেন্ট টি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ রাতে ঘুমানোর আগে পিপারমেন্ট টি খেতে পারেন। টানা একমাস এই অভ্যাস থাকলে কী কী উপকার পাবেন?

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিপারমেন্ট টি আমাদের ভাল ঘুম হতে সাহায্য করে। তাই ঘুমের সমস্যা যাঁদের রয়েছে, তাঁর এই চা খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিপারমেন্ট টি খেলে খাবার ভালভাবে হজম হয়ে যায়। তাই রাতে এই পানীয় খেলে রাতের খাবারের হজম নিয়ে চিন্তা করবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাতে অনেকের মুখে খুব দুর্গন্ধ হয়। পিপারমেন্ট টি খেলে এই সমস্যা দেখা তো দেবেই না। উল্টে মুখে দুর্গন্ধ থাকলে তা দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেহেতু পিপারমেন্ট টি খেলে মুখের গন্ধ দূর হয়, এই চা মুখের ভিতরের অংশের হাইজিন বজায় রাখতেও সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাজ নিয়ে অনেকেই মারাত্মক স্ট্রেসে থাকেন। রাতে ঘুমের আগে এক কাপ পিপারমেন্ট টি খেলে স্ট্রেস অনেকটাই কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপমার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে একটানা অনেকদিন রাতে কোনও প্রকার চা খাওয়াই ভাল নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গুরুপাক খাওয়ার পর পিপারমেন্ট টি খেলে পেট ফুলে যাওয়া, ফেঁপে যাওয়া, আইঢাই অবস্থা- এসব থেকে মুক্তি পাবেন সহজে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels