Image Source: পিক্স্যাবে

উচ্চ রক্তচাপে নুন খেতে বারণ করেন চিকিৎসকরা।

Image Source: পিক্স্যাবে

তবে কাঁচা নুন থেকেই মূলত রক্তচাপ বেড়ে যায়।

Image Source: পিক্স্যাবে

কাঁচা নুনের সোডিয়াম সরাসরি রক্তচাপ বাড়িয়ে দেয়।

Image Source: পিক্স্যাবে

রান্নায় দেওয়া নুন এর থেকে কম ক্ষতিকর।

Image Source: পিক্স্যাবে

তা সত্ত্বেও নুন খাওয়ার পরিমাণ কমাতে হবে।

Image Source: পিক্স্যাবে

রোজ ১৫০০ মিলিগ্রাম নুন আমাদের শরীরের লাগে।

Image Source: পিক্স্যাবে

সবচেয়ে বেশি ২৩০০ মিলিগ্রাম নুন রান্নায় দেওয়া যেতে পারে। এই পরিমাণ এক চা চামচের সমান।

Image Source: পিক্স্যাবে

সাদা নুনের বদলে বিটনুন তুলনায় নিরাপদ।

Image Source: পিক্স্যাবে

চিকিৎসকদের কথায়, হিমালয়ান পিঙ্ক সল্ট হাই প্রেশারে নিরাপদ।

Image Source: পিক্স্যাবে

ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।

Thanks for Reading. UP NEXT

অম্বলে জ্বলে যাচ্ছে শরীর! এড়ান এই খাবারগুলি

View next story