একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে, এমনকী সপ্তাহান্তেও সেই প্রবণতা বজায় রাখতে হবে 

Published by: ABP Ananda

এতে শরীর বুঝতে পারে এটা ঘুমের সময়, ফলে ঘুমও হয় ভাল এবং বজায় থাকে বায়োলজিক্যাল ক্লকও 

Published by: ABP Ananda

ভাল ঘুমের জন্য চাই ভাল পরিবেশ, আলো ঢুকবে বা কম ঢুকবে, আওয়াজ থাকবে না এবং ঘর পরিষ্কার থাকবে 

Published by: ABP Ananda

যে বিছানায় ঘুমাচ্ছেন তাও আরামদায়ক হওয়া দরকার, নিজের প্রয়োজন অনুযায়ী, বালিশ এবং গদি বেছে নিতে হবে 

Published by: ABP Ananda

ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে বন্ধ করতে হবে স্ক্রিন দেখা, যা মস্তিষ্ককে স্বাভাবিকভাবেই বিশ্রাম নিতে সাহায্য করে

Published by: ABP Ananda

ক্যাফেইন যুক্ত খাবার ঘুমে ব্যাঘাত ঘটায়, তাই ভাল করে ঘুমাতে সন্ধের পর এই ধরনের খাবার খাওয়া যাবে না 

Published by: ABP Ananda

উদ্বেগ এমন মানসিক চাপ চূড়ান্ত পর্যায় পৌঁছে গেলে তখন, ঘুম ব্যাহত হয়, টানা ঘুম হতে চায় না 

Published by: ABP Ananda

এই ধরনের সমস্যা থাকলে যোগাসন, গভীর নিশ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে হবে, বা ঘুমের সময় শুনতে হবে হালকা গান 

Published by: ABP Ananda

ঘুমের সমস্যা দূর করতে ভারী খাবার খাওয়া যাবে না, পরিবর্তে হালকা এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে  

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda